• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিক সেবা নিশ্চিতের আগে হোল্ডিং কর নয়: উত্তরা ৫০ নং ওয়ার্ডে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১৭:০৬ অপরাহ্ণ
নাগরিক সেবা নিশ্চিতের আগে হোল্ডিং কর নয়: উত্তরা ৫০ নং ওয়ার্ডে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫০ নং ওয়ার্ডের বাসিন্দারা অযৌক্তিক হোল্ডিং কর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উত্তরা ৬ নং সেক্টরে অবস্থিত ডিএনসিসির প্রধান কার্যালয় সংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রায় দুই হাজার বাড়ি ও ফ্ল্যাট মালিক অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের আহ্বায়ক শামসুল হক সরকার ও সদস্য সচিব সৈয়দ আহমেদ হেলাল। বিভিন্ন মহল্লার সাধারণ নাগরিকরাও ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন।

নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আব্দুল সালাম সরকার বলেন, “২০১৮ সাল থেকে যে হোল্ডিং কর আরোপ করা হয়েছে, তা একেবারেই অযৌক্তিক। আমরা এখনো কোনো নাগরিক সুবিধা পাইনি। তাই অন্যায়ভাবে চাপানো এ কর প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন—

“সেবা আগে দাও, হোল্ডিং কর পরে নাও” “উন্নয়ন ছাড়া ৭ বছরের হোল্ডিং কর বাতিল করতে হবে” “হোল্ডিং করের নামে হয়রানি বন্ধ কর” পরে ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের একটি প্রতিনিধি দল ডিএনসিসি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়। তারা জানায়, ২০২৫ সাল থেকে হোল্ডিং কর প্রদানে কোনো আপত্তি নেই, তবে এর আগে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।