
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কৃষকের অধিকার আদায়ের আন্দোলনকে নতুন মাত্রায় নিতে ‘কৃষক উইং’ গঠনের ঘোষণা দিয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, স্বাধীনতার দীর্ঘ সময় পরও কৃষকের জীবনে বাস্তব পরিবর্তন আসেনি। বৈষম্যহীন সমাজ গঠনে কৃষকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন জরুরি। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কৃষক উইং গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার, কৃষিপণ্যের ন্যায্য দাম আদায় এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে এই সংগঠন কার্যকর ভূমিকা রাখবে। স্বাধীন গঠনতন্ত্র অনুযায়ী এটি পরিচালিত হবে এবং প্রান্তিক কৃষক ও কৃষক সংগঠকদের সঙ্গে সমন্বয় করে সারাদেশে কৃষি-সংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল করা হবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে আজাদ খান ভাসানীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান।
এ ছাড়া সদস্য হিসেবে যুক্ত হয়েছেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মো. নাজমুল হাসান সোহাগ, নফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মো. মাসুদ রানা, মো. মাসুমূল হাসান সজিব ও মো. মাহিদুল ইসলাম (মাহি পলাশ)।
বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর