• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, কারণ তালিকায় নেই : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১৬:২৬ অপরাহ্ণ
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, কারণ তালিকায় নেই : ইসি সচিব
সংবাদটি শেয়ার করুন....

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‌“এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের কাছে যে ১১৫টা সংরক্ষিত প্রতীকের তালিকা রয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক নেওয়ার নিয়ম হচ্ছে, সংরক্ষিত প্রতীকগুলোর ভেতর থেকে একটি প্রতীক বেছে নিতে হবে। যদি সংরক্ষিত তালিকায় শাপলা প্রতীক না থাকে, তাহলে দেওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “প্রতীকের যে তালিকা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। এখন এনসিপিকেই বিকল্প প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এরপর নিষ্পত্তি হবে উভয়ের সম্মতিতে।”

সংবাদ সম্মেলনে আখতার আহমেদ বলেন, “আমরা কর্মপরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু কাজ এগিয়েছি এবং আগাচ্ছি। আমাদের বিভিন্ন স্টেকহোল্ডার যেমন সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন ২৮ তারিখ থেকে শুরু করা হবে। তবে ছুটি ও পূজার কারণে সময়সূচি কিছুটা বিরতিতে করা হবে।”

ইসি সচিব আরও বলেন, “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ইসির সংরক্ষিত প্রতীকের তালিকাটি আইন মন্ত্রণালয় ভেটিং শেষে আবার ইসির কাছে ফেরত এসেছে। কাজেই রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমের সঙ্গে প্রতীকের সমন্বয় আমরা এক ধাপ এগিয়েছি। তবে নিবন্ধনের নথি এখনো পর্যালোচনার পর্যায়ে আছে। চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে। আর আরপিও সংশোধনের প্রস্তাব আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে, সেটিও আমরা শিগগিরই পেয়ে যাব।”