বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রেমিক অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই তিনি গর্ভবতী হয়ে পড়েন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক কটাক্ষের শিকার হতে হয় তাকে। অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন নেহা ধুপিয়া।
দীর্ঘদিন সম্পর্কে ছিলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। শারীরিক পরীক্ষার মাধ্যমে গর্ভধারণের খবর জানার পরপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর কন্যাসন্তান মেহরের জন্ম দেন নেহা। তবে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বিতর্ক থেমে থাকেনি। নেটিজেনদের কটুক্তিতে বারবার বিদ্ধ হয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা জানান, অঙ্গদকে বিয়ে করার ছয় মাসের মধ্যেই মেহরের জন্ম হয়। এতে অনেকের মনে প্রশ্ন জেগেছে— বিয়ের ছয় মাসের মাথায় কীভাবে সন্তানের জন্ম হলো?
আলিয়া ভাট ও নীনা গুপ্তার প্রসঙ্গ টেনে নেহা বলেন, তিনি প্রথম নারী নন, যিনি বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন। আলিয়া ভাট ও নীনা গুপ্তাও বিয়ের আগে সন্তানসম্ভবা হয়েছিলেন। এ বিষয়ে নেহা বিস্ময় প্রকাশ করে বলেন, আজও বিয়ের আগে মা হওয়া নারী তারকাদের নিয়ে লেখালিখি হয়।
নীনা গুপ্তা ও আলিয়া ভাটের মতো অভিনেত্রীর সঙ্গে এক কাতারে থাকতে পারায় বরং গর্ববোধ করেন নেহা ধুপিয়া। তিনি বলেন, কে কখন বিয়ে করবে বা সন্তান নেবে, তা অন্য কেউ নির্ধারণ করতে পারে না। গর্ভধারণ এক অসাধারণ অনুভূতি, এটুকুই যথেষ্ট।
উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ভাট বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানসম্ভবা হওয়ার খবর জানিয়েছিলেন। নীনা গুপ্তাও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছিলেন।