• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী
সংবাদটি শেয়ার করুন....

নেপালে বিক্ষোভকারী জেন-জি নেতাদের শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তবে অস্থিরতা অব্যাহত থাকায় শেষ পর্যন্ত নেপালের আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সেনাবাহিনী।

কাঠমান্ডু পোস্টের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।

নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, কিছু গোষ্ঠী চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং দেশজুড়ে আরও ধ্বংস রোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়, এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে সম্পূর্ণ মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, বর্তমান জটিল পরিস্থিতি স্বাভাবিক করা এবং জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। তিনি বিক্ষোভ স্থগিতের অনুরোধ জানান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপে আসার আহ্বান জানান।