পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক এমএম সহিদুল ইসলাম।
রোববার (৭ সেপ্টেম্বর) তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কার্যালয়ে যোগ দেন। এসময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে গত বৃহস্পতিবার উপ-সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিআইএর পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ওএসডি হয়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে সংযুক্ত ছিলেন।
১৯৮০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এই অধিদপ্তর সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং জাল সনদ যাচাইয়ের কাজ করে থাকে।