
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় ১৬ বছর হলেই এনআইডি পাওয়া যাবে জানিয়ে আখতার আহমেদ বলেন, যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন করতে পারবেন। কিন্তু ভোটার হতে পারবেন না।
ইসি সচিব আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) কমিশনে উপস্থাপন করা হবে।
আখতার আহমেদ বলেন, আইন মন্ত্রণালয়ে প্রতীকের তফসিলের ভেটিং হয়ে দ্রুত আসবে আশাবাদী নির্বাচন কমিশন।
পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য এপস তৈরি করা হচ্ছে। প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর