মাঠ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি নির্বাচনে কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুষ্ঠু ভোটের জন্য মাঠ প্রশাসনের প্রতি নির্দেশনার বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করেছেন এমন তথ্য নেই। তবে যদি কেউ এমনটা করে, আমরা তাকে প্রত্যাহার করব এবং প্রচলিত আইনের আওতায় এনে প্রশাসনিক ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ডসহ মাঠ প্রশাসনের সব কর্মকর্তা নির্বাচন দায়িত্বে থাকবেন। ভোট চলাকালে তারা আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন সচিব বলেন, “প্রধান উপদেষ্টা এবং তাঁর প্রেস সেক্রেটারি ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।”
তিনি যোগ করেন, “সিভিল সার্ভিসের তিনটি নির্বাচনের অভিজ্ঞতা আমাদের জন্য দিকনির্দেশনা। এবারও আমরা চাই মডেল নির্বাচন অনুষ্ঠিত হোক, যেটি নিয়ে সবাই গর্ব করতে পারে।”
এদিকে আইজিপি বাহারুল আলম জানান, পুলিশের আরও দুই হাজার জনবল নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আরও দুই হাজার পুলিশ সদস্যকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়াও চলছে।