গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তারা এক বছরে এমন পরিস্থিতি তৈরি করেছে যা হাসিনা ১৬ বছরে করেছিল। সামনে তারা আরো ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাবে। তাই এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক পরিসরে রাখা প্রয়োজন। এটিই অনেকের উপলব্ধি।
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, ‘কিছুদিন আগে ব্র্যাকের বিআইজিডি পরিচালিত এক জরিপে দেখা গেছে আওয়ামী লীগের সমর্থন ৭ শতাংশ। এর মানে হচ্ছে ধীরে ধীরে একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে— পরবর্তী নির্বাচনের আগে আওয়ামী লীগের সমর্থন ১০ থেকে ১৫ শতাংশ দেখানো হবে। এভাবে বাদ দিয়ে কিভাবে নির্বাচন সম্ভব?’
তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি পশ্চিম নির্ভর। যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বিলিয়ন ডলার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ১৩ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। তখন বিদেশিরা বলবে, যদি তোমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না করো তবে আমরা তোমাদের দেশ থেকে পোশাক কেনা কমিয়ে দেব। সেই পরিস্থিতিতে ড. ইউনূস কিংবা রাজনীতিবিদদের অর্থনীতি ও দেশ বাঁচাতে হলে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। সামনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।’
নুর আরো বলেন, ‘রাজনীতির মাঠে আমরা অনেকে সস্তার বক্তব্য দিয়েছি। সবচেয়ে বড় বিষয় হলো গত এক বছরে আমরা যারা অভ্যুত্থানের দাবিদার ছিলাম, তারা যা করেছি সেটাই আবার আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি করেছে।’