রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীতে জেলে রতন হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। যার দাম হাঁকা হয়েছে ৬২ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ৬২ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, জেলে রতন হালদারের জালে মাছটি ধরা পড়লে তিনি দৌলতদিয়া মাছ বাজারের মোহন মন্ডলের আড়তে মাছটি নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে আমি ২ হাজার ৫শ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছি। এখন কেজিতে কিছু লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।