
টি-টোয়েন্টিতে লজ্জাজনক হ্যাটট্রিক ডাকের রেকর্ড গড়েছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। এশিয়া কাপের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে বাঁহাতি এই ওপেনার নিজের নামের পাশে অপ্রত্যাশিত এই রেকর্ড যুক্ত করেছেন।
চলতি এশিয়া কাপে পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমে প্রথম দুই ম্যাচেই প্রথম বলেই সাজঘরে ফেরেন আইয়ুব। আর বুধবার (১৭ সেপ্টেম্বর) তৃতীয় ম্যাচে প্রথম বল খেলে বেঁচে গেলেও দ্বিতীয় বলেই থার্ডম্যানে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ফলে হ্যাটট্রিক ডাকের লজ্জাজনক কীর্তি গড়তে হলো এই তরুণ ব্যাটারকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২ ম্যাচে খেলেছেন সাইম আইয়ুব। এর মধ্যে ৮ বারই শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। তবে তিনিই একমাত্র নন, এর আগে আরও পাঁচ ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক ডাকের রেকর্ড করেছেন।
এদিকে, বুধবার রাতে শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে পাকিস্তান। একই গ্রুপ থেকে সেরা চারে জায়গা করে নিয়েছে ভারতও।
অন্যদিকে আজ (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে কেবল লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর