
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের ২৭ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে এই প্যানেলে একটি পদে প্রার্থী রাখা হয়নি।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির সভাপতি রাকিব এই প্যানেল ঘোষণা করেন।
গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটি খালি রাখা হয়েছে।
ছাত্রদল জানিয়েছে, কোটা আন্দোলনের সময় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানেই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদে প্রার্থী রাখা হয়নি। তন্বী ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।
কোটা আন্দোলনের সময় তন্বীর রক্তে ভিজা চেহারা ভাইরাল হয়ে আন্দোলনকে শক্তি যুগিয়েছে এবং আন্দোলনের প্রসারকে সহায়তা করেছে।
তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর