ঢালিউড নায়িকা পরীমণি তার দুই সন্তানসহ বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম গুরুতর অসুস্থ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে পরীমণি জানান, তার মেয়ে আইসিইউতে ভর্তি রয়েছে, ছেলে পদ্মের জ্বর ১০২ ডিগ্রি এবং তার নিজের জ্বর ১০৩.৫ ডিগ্রি, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট আছে।
এর আগে সোমবার সকালেও একটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, বাসার সবার জ্বর।
রোববার (১৭ আগস্ট) সকালে অসুস্থতা অনুভব করলে তিনি হাসপাতালে যান এবং ছেলেকেও সঙ্গে নেন। চিকিৎসকরা শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে পরীমণি ও তার ছেলে পদ্ম দুজনেই হাসপাতালে ভর্তি আছেন।
পরীমণির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শ্বাসকষ্ট কিছুটা কমলেও তার জ্বর এখনও বেশি এবং শরীরে ব্যথা রয়েছে। চিকিৎসকরা আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।
গত ১০ আগস্ট পরীমণির ছেলের জন্মদিন উদযাপনের পর থেকেই তিনি নিয়মিতভাবে ফেসবুকে অসুস্থতার খবর জানিয়ে আসছেন।