• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি
সংবাদটি শেয়ার করুন....

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বেসরকারি পর্যায়ে পাঁচ লাখ টন মসুর ডাল এবং পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

সিনকস অটোমেশন টেকনোনজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী এলসির মাধ্যমে বাণিজ্যিকভাবে এই দুই পণ্য আমদানি করা যাবে।

এ অবস্থায় আন্তর্জাতিক মান এবং বিএসটিআই নির্ধারিত মান নিশ্চিত করার শর্তে পাঁচ লাখ টন ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানি করতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।