
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বেসরকারি পর্যায়ে পাঁচ লাখ টন মসুর ডাল এবং পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
সিনকস অটোমেশন টেকনোনজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী এলসির মাধ্যমে বাণিজ্যিকভাবে এই দুই পণ্য আমদানি করা যাবে।
এ অবস্থায় আন্তর্জাতিক মান এবং বিএসটিআই নির্ধারিত মান নিশ্চিত করার শর্তে পাঁচ লাখ টন ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানি করতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর