বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত থানা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, মতিউর রহমান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করতেন।
সিআইডির অতিরিক্ত ডিআইজি আরও বলেন, প্রতারণার মাধ্যমে বিকাশ, নগদ ও রকেট থেকে বিপুল অর্থ হাতানো হয়েছে। সব স্টেটমেন্ট ও তথ্য সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে। এর মাধ্যমে পিএসসির মতো স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরও জানান, টাকা প্রদানকারীরা ইনবক্সে কিংবা কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে। ফেসবুকে বিজ্ঞাপনের সূত্র ধরে সংশ্লিষ্ট পেজের অ্যাডমিনকে শনাক্ত করা হয়। পরে তার মোবাইল নম্বর ট্র্যাক করে জামালপুর থেকে গ্রেফতার করা হয় মতিউরকে। তদন্তের মাধ্যমে সব প্রমাণ বিশ্লেষণ শেষে নিশ্চিত হওয়া গেছে যে তিনিই এ চক্রের সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনায় পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করা হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।