• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আট মাসে সড়কে ঝরেছে ৩ হাজার ৭৪১ প্রাণ, বেশি প্রাণহানি মোটরসাইকেলে

বিআরটিএর প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
দেশে আট মাসে সড়কে ঝরেছে ৩ হাজার ৭৪১ প্রাণ, বেশি প্রাণহানি মোটরসাইকেলে
সংবাদটি শেয়ার করুন....

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে ১ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর ৩২ শতাংশের বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাসিক দুর্ঘটনা প্রতিবেদনের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বিআরটিএর তথ্য অনুসারে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩ হাজার ৯৪৩টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ হাজার ৫৯৮ জন। অন্যদিকে, গত বছর দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫ হাজার ৩৮০ জন।

সাম্প্রতিক বছরগুলোতে মোটরসাইকেল দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধিই এর অন্যতম কারণ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সামছুল হক গণমাধ্যমকে বলেন, ‘দেশের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার বড় হুমকিতে পরিণত হয়েছে মোটরসাইকেল। পৃথিবীর অনেক দেশেই মোটরসাইকেল ব্যবহার সীমিত করা হচ্ছে। বাংলাদেশেরও সে পথে এগোনো প্রয়োজন।’