
সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে বিয়ের পর নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন রোজা আহমেদ। যদিও মেকআপ আর্টিস্ট ও ইনফ্লুয়েন্সার হিসেবে রোজা নিজেও যথেষ্ট জনপ্রিয়।
সাম্প্রতিক সময়ে তিনি ভক্তদের সামনে হাজির হচ্ছেন নানান অনবদ্য লুকে। কিছুদিন আগে হালকা গোলাপি রঙে পুতুলসাজে উপস্থিত হয়েছিলেন তিনি। এরপর শাড়িতে গর্জিয়াস লুকে ধরা দেন।

এবার তাহসানের সঙ্গে রোমান্টিক ছবি প্রকাশ করেছেন রোজা আহমেদ, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গোলাপি আভায় আবেশী হয়ে রোজা তাহসানের সঙ্গে ছবি শেয়ার করেছেন।
তাহসানের জনপ্রিয় একটি গানের অংশ ব্যবহার করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রোজা। ছবিতে তাকে হালকা গোলাপি রঙে চোখ বন্ধ অবস্থায় দেখা গেছে, আর তাহসানকেও দেখা গেছে একই রঙের পোশাকে।

ক্যাপশনে রোজা লেখেন, ‘বৃত্তের ভেতর শুধু তুমি আছো’, সঙ্গে যোগ করেন একটি ভালোবাসার ইমোজি।
রোজা আহমেদ পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজি বিষয়ে। সেখান থেকে কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেকওভার।
তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি পেয়েছেন। পাশাপাশি মেকআপ শিক্ষিকা হিসেবে অসংখ্য নারীকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হতে সহায়তা করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর