• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১৫:১৭ অপরাহ্ণ
রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এই প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীরকে সহসভাপতি (ভিপি), দফতর সম্পাদক ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউল জীবনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

রাকসুর পাশাপাশি সিনেট ছাত্র প্রতিনিধি, ১৭টি হল সংসদের প্যানেল চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এই প্যানেল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদা জহুরুলসহ নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ভোটাভুটিতে ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

এদিকে এই প্যানেলভুক্ত হয়ে ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সহ ক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফী, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক পদে স্বপ্না আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক পদে নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে গাজী ফেরদৌস হাসান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে রাফায়েতুল ইসলাম রাবিত, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মারুফ হোসেন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে জিসান বাবু, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক পদে এ. আর. রাফি খান, সহ পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ), সদস্য পদে মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম রাকসু নির্বাচনে অংশ নিবেন।