ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রে ভোট দিচ্ছেন। দিনের শুরুতেই ভোট দিতে আসা শিক্ষার্থীদের কারণে দীর্ঘ লাইন দেখা যায়।
এদিকে নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি অভিযোগ করে বলেন, ‘১০০ গজের ভেতরে লিফলেট বিতরণে নিষেধ থাকলেও অনেক প্রার্থী নিয়ম ভঙ্গ করে লিফলেট বিতরণ করছেন।’
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম আরও বলেন, ‘এই নির্বাচনে যেই বিজয়ী হবে, আমরা মনে করি সেটাই প্রকৃত বিজয়। কারণ আমরা চাই একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন। আশা করি সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নতুনভাবে গড়ে তুলতে পারবো।’
এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে মন্তব্য করেন এই ভিপি প্রার্থী। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।