
ব্রাজিলিয়ান সিরি আ-তে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় সান্তোস। এমন হারের পর ক্ষোভ জমা হয় সান্তোস সমর্থকদের মনে। মঙ্গলবার (১৯ আগস্ট) সেই ক্ষোভ উগরে দেন তারা। ক্লাবের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখান সান্তোস সমর্থকেরা।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সান্তোসের বেশ কিছু সমর্থক একত্র হয়ে ক্লাবটির পার্কিং লটের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। আগুন জ্বালানোর পাশাপাশি সান্তোসের ম্যানেজমেন্ট ও স্কোয়াডের প্রতি চিৎকার-চেঁচামেচি করে ক্লাবের অনুশীলন মাঠে প্রবেশ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিলিটারি পুলিশ ডাকা হলেও সমর্থকেরা খেলোয়াড়দের গাড়ি রাখার স্থানেও ঢুকে যান।
এ সময় তারা স্লোগান দেন—‘সান্তোসকে সম্মান করো, বিশ্বের সেরা দল’, ‘লজ্জা, লজ্জাহীন একটা দল’ এবং ‘মার্সেলো তিসেইরা (ক্লাব সভাপতি), তুমি দলটা নিয়ে খেলছ’।
গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, এই বিক্ষোভের সময় অন্যান্য সতীর্থদের সঙ্গে মাঠে ছিলেন নেইমার। তিনি উত্তেজিত সমর্থকদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সমর্থকদের দাবি ছিল, ভাস্কোর কাছে লজ্জাজনক হারের পর দলকে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে এবং মাঠে খেলার মান উন্নত করতে হবে। এ সময় নেইমার বলেন, ‘আমরা পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করছি।’
সোমবার (১৮ আগস্ট) ভাস্কোর বিপক্ষে ৬-০ গোলের হার ছিল নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি। নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের পূর্ণ অধিকার আছে, তবে অবশ্যই সহিংসতা ছাড়া। তারা গালি বা সমালোচনা করতে পারে, সেটাও তাদের অধিকার।’
তবে নেইমারের কান্না ভালো লাগেনি সমর্থকদের। সান্তোসের নির্বাহী পরিচালক আলেহান্দ্রে মাত্তোস ও নেইমার যখন সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন, তখন এক নেতৃস্থানীয় সমর্থক বলেন, ‘তুমি দলের তারকা, বিশ্বের সেরাদের একজন। তুমি যদি কাঁদো, বাকিদের অবস্থাটা একবার ভেবে দেখো।’
এদিকে, ভাস্কোর কাছে বড় হারের পর সান্তোস প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে। নতুন কোচ খুঁজছে ক্লাবটি। গ্লোবো জানিয়েছে, বর্তমানে দুই আর্জেন্টাইন কোচের সঙ্গে যোগাযোগ করছে সান্তোস— আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ হোর্হে সাম্পাওলি ও ফোর্তালেজার সাবেক কোচ হুয়ান পাবলো।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর