
যশোর জেলার শার্শা উপজেলায় এ বছর সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৯টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূল থাকায় উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
প্রয়োজনে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদানের সুবিধার্থে এই কন্ট্রোল রুম নম্বর সকল পূজা মণ্ডপে টাঙিয়ে দেওয়া হচ্ছে। কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে যেন মণ্ডপের সংশ্লিষ্টরা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি সেবার নম্বর একত্রে সরবরাহ করা হয়েছে।
প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজাকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধী সমাজ ও সচেতন জনসাধারণ।

সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর