
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা নিজেও ‘শিবিরের বট আইডির অ্যাটাক’-এর শিকার হয়েছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘শিবিরের বট আইডির অ্যাটাক আমিও কম খাই নাই। মোটামুটি সবার রুট লেভেলই একই, বাম বাদে।’
সম্প্রতি ফাহমিদাকে ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনের শিবিরের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে জুমা বলেন, নারীকে অপমানজনক ভাষায় হেয় করা হলে তা নিয়ে প্রতিবাদ হয় না, কিন্তু কে কাকে সমর্থন করেছে সেটি নিয়ে বিতর্ক তোলা হয়।
তিনি বলেন, ‘একটা দলের মনসুরার মতো নেত্রী যখন সেবাদাসী বলে হেয় করেন তখন কোনো প্রতিবাদ হয় না। অথচ অন্য ইস্যুতে ফাঁসি চাওয়ার মতো দাবি ওঠে।’
জুমা তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, স্লাটশেমিং প্রসঙ্গে তিনি অতীতে শিবিরের এক নেতার সঙ্গে আলোচনা করেছিলেন, তবে অন্য দলের নেতাদের ভিন্ন আচরণ তিনি লক্ষ্য করেছেন।
এদিকে সাম্প্রতিক ইস্যুতেও তিনি নিজের অবস্থান জানান। তার দাবি, ছাত্রদল-বাগছাসের নেতাকর্মীরা তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছেন। এমনকি তাকে নিয়ে অশ্লীল ভিডিওও তৈরি করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “একজন নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ হলে আমার ঘটনার ক্ষেত্রে কেন হবে না?”
স্ট্যাটাসে তিনি আরও জানান, তার কাছে ছাত্রদল, বাগছাস, বামপন্থী ও ছাত্রলীগের ৬৯৪টি স্ক্রিনশট রয়েছে। সেগুলো প্রকাশ করলে সিলেক্টিভ প্রতিবাদীদের ভণ্ডামি স্পষ্ট হয়ে যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর