
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এগিয়ে রয়েছেন।
এর প্রেক্ষিতে শাহবাগ এলাকায় শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা নানা স্লোগানে মুখরিত করে রাখেন শাহবাগ মোড়। ‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ সহ একাধিক স্লোগান শোনা যায় তাদের কণ্ঠে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার পর থেকেই শিবির সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। এসময় জামায়াতে ইসলামীর অনেক কর্মীকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শিবিরের নেতাকর্মীরা ‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ মুখর করে তোলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর