• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক যুগ্ম সচিব সিরাজুলের জামিন মেলেনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১৫:৩৬ অপরাহ্ণ
সাবেক যুগ্ম সচিব সিরাজুলের জামিন মেলেনি
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর পল্টন মডেল থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মো. আমজাদ হোসেন এ তথ্য জানান।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ শে মার্চ সকাল ৫টা ২৫ মিনিটের দিকে পল্টন থানার গুলিস্তানের গোলাপ শাহ মাজার হতে ৫০ থেকে ৬০ জন মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় মিছিল করে।

তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ২৬ মার্চ পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলাটি দায়ের করে। এ মামলায় গ্রেপ্তারের পর গত ২৬ আগস্ট সিরাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।

এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।