
আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত নতুন সিনেমা ‘দেবী চৌধুরাণী’। সিনেমার প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন।
দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিজীবন নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন শ্রাবন্তী। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন আর গায়ে মাখি না। আসলে ছোট বয়সে মা হওয়ার কিছু সুবিধা আছে। ঝিনুক হওয়ার পাঁচ বছর পরই কাজে ফিরি, তখন আমার বয়স মাত্র ২১। তবে এটা ঠিক, ১৬ বছর বয়সে মা হওয়াটা একটু বাড়াবাড়ি।”
[caption id="attachment_7068" align="aligncenter" width="977"]
শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনেত্রীর ফেসবুক থেকে[/caption]
শ্রাবন্তী আরও জানান, তার ছেলে ঝিনুকের সঙ্গে তার সম্পর্কটা মা-ছেলের চেয়ে বন্ধুত্বপূর্ণ। মাত্র ১৬ বছরের বয়স পার্থক্য হওয়ায় তাদের মধ্যে রয়েছে দারুণ বোঝাপড়া।
শ্রাবন্তী বলেন, “ঝিনুকের বন্ধুরা তো আমারই বন্ধু! দু-একজন ছাড়া কেউ আমাকে ‘আন্টি’ বলে না। সবাই ‘দিদি’ বলেই ডাকে।”
এদিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী চৌধুরাণী’ পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। প্রযোজনায় রয়েছেন অনিরুদ্ধ দাশগুপ্ত এবং অপর্ণা দাশগুপ্ত। সিনেমাটিতে শ্রাবন্তীর পাশাপাশি আরও অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর