• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি
সংবাদটি শেয়ার করুন....

দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এরই মধ্যে ভিয়েতনামজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাজিকির প্রভাব থেকে মানুষকে সুরক্ষায় রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়টির কারণে বাতাসের বেগ ইতোমধ্যে ঘণ্টায় ১৬৬ কিলোমিটারে পৌঁছেছে।

সোমবার (২৫ আগস্ট) উপকূলে আঘাত হানার সময় ঝড়টি আরও শক্তি অর্জন করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এবং ডা নাগ এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে বিমান চলাচল এবং নৌযানগুলোকে সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়টি চীনের হাইনান দ্বীপ অতিক্রম করেছে। এখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টির কারণে ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

বিবিসির আবহাওয়া সংবাদে বলা হয়েছে, তাইফুন কাজিকি তাইওয়ানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়লেও এর বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টি নামতে পারে। এ ছাড়া ২-৪ মিটার (৬.৬-১৩ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসেরও আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ঝড়ের কারণে পর্যটকবাহী জাহাজ, মাছ ধরার নৌকা এবং মৎস্যচাষ ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

এদিকে ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, ঝড়ের কারণে রোববার ও সোমবারের মোট ২২টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শঙ্কা, গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ইয়াগি নামক ঝড়ের মতোই এটি ভয়াবহ রূপ নিতে পারে। ইয়াগির আঘাতে শত শত মানুষের প্রাণহানি হয়েছিল, যার মধ্যে শুধু ভিয়েতনামেই মারা গিয়েছিলেন প্রায় ৩০০ জন।