• ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে র‍্যাগিং: শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আপিলের সুযোগ পাবেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ১৫:২৩ অপরাহ্ণ
শাবিপ্রবিতে র‍্যাগিং: শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আপিলের সুযোগ পাবেন

প্রতীকী ছবি

সংবাদটি শেয়ার করুন....

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‍্যাগিংয়ের ঘটনায় ২৩৭তম সিন্ডিকেট সভায় একজন শিক্ষার্থীকে আজীবন এবং আরও ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির এ সিদ্ধান্ত প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

কিছু ব্যক্তি এ সিদ্ধান্তকে ‘অন্যায়’ বা ‘হাস্যকর’ বলে মন্তব্য করলেও, অনেকেই বলছেন যে র‍্যাগিং বন্ধে এটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা চাইলে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। “বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আপিল আবেদন করলে, তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,” বলেন রেজিস্ট্রার।