
দেশের দেওয়ানি আইন বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল ওয়াদুদের মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা থেকে শুরু হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল ওয়াদুদ ভূঁইয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা থেকে শুরু হবে। আপিল বিভাগের কার্যক্রম বেলা ১১টা থেকে বিরতীহীন দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল ওয়াদুদ ভূঁইয়া মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর