নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। চাল, ডাল, তেলসহ জরুরি পণ্যের মূল্য বৃদ্ধির ফলে শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত পরিবারগুলোও টিসিবির ট্রাকে সাশ্রয়ী দামে পণ্য কিনতে লাইনে দাঁড়াচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, লাইনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেসে থাকা শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। বাজারের চড়া দামে পড়াশোনা ও জীবনযাপনের খরচ সামলানো কঠিন হওয়ায়, কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী জানান, সপ্তাহে একদিন মেসের আর্থিক চাপে একজন করে লাইনে দাঁড়িয়ে বাজার করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য ক্লাসও মিস করতে হচ্ছে।
টিসিবির শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ট্রাক থেকে বিক্রি হচ্ছে শুধুমাত্র তিনটি পণ্য—সয়াবিন তেল (১১৫ টাকা/লিটার), মসুর ডাল (৭০ টাকা/কেজি) ও চিনি (৮০ টাকা/কেজি)। প্রতিজন সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি ডাল ও এক কেজি চিনি কিনতে পারছেন। শিক্ষার্থীরা প্রায়ই মাছ, মাংস ও তরকারি সরবরাহের দাবি তুলছেন।
রাজধানীর বিভিন্ন ট্রাকপয়েন্টে দেখা গেছে, সরকারি ও বেসরকারি চাকরিজীবী, গৃহিণী থেকে শুরু করে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে স্বল্পমূল্যে পণ্য নিচ্ছেন। কেউ কেউ নাম-পরিচয় গোপন রেখে জানাচ্ছেন, বেতন একই থাকলেও বাজারের দাম বেড়ে যাওয়ায় টিসিবির লাইনে দাঁড়ানো ছাড়া উপায় নেই।
টিসিবির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৫ লাখ পরিবারের কাছে স্মার্ট কার্ড সরবরাহ করা হয়েছে, যার মধ্যে সক্রিয় রয়েছে ৫৪ লাখ কার্ড। এ কার্যক্রমে ব্যাপক সাড়া মিললেও ডালসহ কিছু পণ্যের দাম বাজারের সঙ্গে সমন্বয় করতে হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ বড় শহরগুলোতে ৬০টি ট্রাকে প্রতিদিন পণ্য বিক্রি হচ্ছে এবং চাহিদা আরও বাড়ছে।