রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পূর্বঘোষণা ছাড়া একটি গার্মেন্টস কারখানা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। এতে নাবিস্কো ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন চালাচ্ছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানিয়েছেন, ‘পশ’ নামের গার্মেন্টস গত বৃহস্পতিবার হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ শ্রমিকরা তিব্বত মোড়ে এসে সড়ক অবরোধ করেন। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের সিদ্ধান্ত যথাযথ নিয়ম মেনে নিতে হবে অথবা পুনরায় চালু করতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, নাবিস্কো পয়েন্টে শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী–তেজগাঁও রুটে উভয়মুখী যান চলাচল বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাগরিকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে:
-
উত্তরা থেকে আসা যান কাকলী ক্রসিং হয়ে গুলশান-২, গুলশান-১, পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে।
-
আমতলী হয়ে গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।
-
উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে।
-
মহাখালী থেকে বনানী/গুলশান/উত্তরাগামী যান চলাচল স্বাভাবিক রয়েছে।