তিন দশকের ক্যারিয়ারে কখনোই পর্দায় একসঙ্গে দেখা যায়নি বলিউডের তিন খানকে। তবে সাম্প্রতিক সময়ে আমির একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তা নিয়ে শাহরুখ-সালমানের সঙ্গেও আলোচনা করেছিলেন। এরপর থেকে ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের একসঙ্গে দেখার জন্য। অবশেষে এক ছাতার নিচে দেখা গেল বলিউডের তিন খান—শাহরুখ, সালমান, আমিরকে।
সেটাও শাহরুখপুত্র আরিয়ান খানের হাত ধরে! সোমবার বিকেলে প্রকাশ হয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘দ্য ব্যাড্স অব বলিউড’-এর ট্রেলার। ৩ মিনিট ২৯ সেকেন্ডের হাই ভোল্টেজ ট্রেলারে দেখা গেল আমির খানকে। ট্রেলারের শেষদিকে চমক দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর আগে সিরিজটির প্রিভিউতে এক ঝলক দেখা গিয়েছিল সালমান খানকে।
সব মিলিয়ে জমজমাট ট্রেলার। ট্রেলারের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে এক সিনেমার মধ্য দিয়ে তিন খান একসঙ্গে পর্দায় আসছেন। যা ভক্তদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে।
ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা।
এর আগে ফার্স্ট লুক টিজারে দেখা মিলেছিল সালমান খানের। তখন নিশ্চিত হয়নি যে আমির খান এতে থাকবেন কি না। তবে ট্রেলারে দেখা মিলেছে আমির খানের। শাহরুখ খানেরও দেখা মিলেছে। তিন খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।
এতে দর্শকদের আগ্রহের পারদ তুলেছে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা যাচ্ছে ভক্তদের। কেউ লিখেছেন, ‘অবশেষে তিন খান একসঙ্গে! ভারতীয় সিনেমার সবচেয়ে দুর্দান্ত ফ্রেম।’ কারো মতে, প্রথমবারের মতো শাহরুখ-আমির-সালমান এক পর্দায়, এবং তাদের নির্দেশনা দিচ্ছে ছোট আরিয়ান। কেউ লিখেছেন, ‘আরিয়ান খান তো ইতিহাস গড়ল!’ এছাড়া বিভিন্ন মিমস, তিন খানের ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। তিন খানকে এক সিনেমায় দেখার দীর্ঘ তিন যুগের বেশি অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
সিরিজে মুখ্য চরিত্রে আসমান সিং অভিনয় করেছেন। এক সাধারণ ছেলের তারকা হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। বাবা–মায়ের (বিজয়ন্ত কোহলি ও মোনা সিং) প্রেরণায় ছেলেটি স্বপ্ন দেখে সুপারস্টার হওয়ার। তবে তার যাত্রা মসৃণ নয়—সুপারস্টার অজয় তলওয়ার (ববি দেওল)-এর সঙ্গে সংঘাত, তারই মেয়ের প্রেমে পড়া, আর শেষমেষ নিজের জায়গা করে নেওয়ার লড়াই—সব মিলিয়ে একেবারে বাণিজ্যিক ঢংয়ে গড়া কাহিনি।
ট্রেলারের এক দৃশ্যে আমিরকে মজার দৃশ্যে দেখা গেছে, আর ট্রেলারের শেষে শাহরুখের মুখে গালাগালি শুনে নেটপাড়া নড়েচড়ে বসেছে। সিরিজটির সবচেয়ে বড় চমক হলো বলিউডের হেভিওয়েট তারকাদের ক্যামিও উপস্থিতি—ববি দেওল, সালমান খান, করণ জোহর, র্যাপার বাদশা, শাহরুখ খান, আমির খান, এস.এস. রাজামৌলি, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও—গোটা বলিউড যেন হাজির। বলিউড তারকাদের জীবনের একটি অংশ ফুটে উঠবে পর্দায়।
ভক্তদের উত্তেজনা দেখা যাচ্ছে, এবং সিরিজটি আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে।