• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ণ
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে সিআইডি গ্রেপ্তার করেছে। জুলাই মাসে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আটক করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাতে বরিশাল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ঢাকায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তিনি ১১ নম্বর আসামি।

এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলায় গত ১৭ আগস্ট তার বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

উক্ত হত্যা মামলায় ২৫ জন ছাড়াও অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।