• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত থাকবে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১৫:৩২ অপরাহ্ণ
কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত থাকবে যান চলাচল
সংবাদটি শেয়ার করুন....

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে ছয় দিন নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে রক্ষণাবেক্ষণ কাজের কারণে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময়ে প্রয়োজন অনুসারে কখনও ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ আবার কখনও ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারশন করা হবে।

এ ছাড়া রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের চাপ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

উল্লেখ্য, ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেলটি নির্মিত হয়। এর মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। ২০২৩ সালের ২৯ অক্টোবর টানেলটি উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।