
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে দেশের কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে এই খবরটি ভ্রান্ত বলে নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানায়, আমিরাত বাংলাদেশিদের ওপর কোনো ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রেস উইং ফ্যাক্টস এক ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, বিভিন্ন প্রতিবেদনে ১৭ সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত একটি নিবন্ধের উদ্ধৃতি দেওয়া হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ তথ্য সম্পূর্ণ মিথ্যা।

প্রেস উইং জানায়, ‘সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের কোনো বিজ্ঞপ্তি আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি।’
তারেক আহমেদ বলেন, এটি ভিসা সেন্টারের বিদ্বেষমূলক প্রচেষ্টা হতে পারে।
তিনি আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি থাকায় ২২ সেপ্টেম্বর দূতাবাস আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।
প্রেস উইং জানায়, বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার গুজবটি একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে ছড়িয়েছে। যাচাই-বাছাই ছাড়া এ নিয়ে সংবাদ প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর