
বাংলাদেশের ওপর সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা আরোপের যে খবর ছড়িয়েছে, সেটি ‘দুরভিসন্ধিমূলক প্রচারণা’ হতে পারে মন্তব্য করেছেন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
তিনি বলেছেন, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের কাছে এ ধরনের কোনো নির্দেশনা নেই।
সম্প্রতি বাংলাদেশসহ ৯টি দেশকে আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞার আওতায় এনেছে বলে ‘ইউএই ভিসা অনলাইন’ নামে একটি ওয়েবসাইট লিখেছে। এরপর থেকে বিষয়টি নিয়ে চলছে আলোচনা।
রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রবাসী সাংবাদিকদের বলেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটি দুরভিসন্ধিমূলক প্রচারণা হতে পারে। শনি ও রোববার আমিরাতে সাপ্তাহিক ছুটির কারণে এখনো কিছু বলতে পারছি না। সোমবার কার্যদিবসের শুরুতে আমরা আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে পারব।
‘ইউএই ভিসা অনলাইন’ ওয়েবসাইটে লেখা হয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডাকে ২০২৬ সালের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে আরব আমিরাত। কর্তৃপক্ষের সার্কুলার অনুযায়ী দেশগুলোর নাগরিকরা বর্তমানে ইউএই টুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারছেন না।
বর্তমানে আমিরাতের শ্রম বাজারে ১০ থেকে ১২ লাখ বাংলাদেশি রয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর