
সম্প্রতি সিঙ্গাপুর সফরে গিয়ে দুর্ঘটনায় মৃত্যবরণ করেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। গায়কের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এরই প্রেক্ষিতে জুবিনের মরদেহ নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আসাম রাজ্য সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এ ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছিল, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় পানিতে ডুবে জুবিনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার বেশ কিছু বিষয় স্পষ্ট না হওয়ায় নতুন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে দাবি ওঠায় এবং পরিবারের অনুমতি সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার আগের রাতে একটি পার্টির আয়োজন করেছিলেন সন্দীপন গার্গ, শেখর গোস্বামী ও গায়কের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধার্থ শর্মা। সেখানে মদ্যপানের ব্যবস্থাও ছিল বলে জানা গেছে। পরদিন সকালে তারা সমুদ্রের উদ্দেশে রওনা হন। জুবিনও ছিলেন সঙ্গে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে ফের প্রয়াত গায়কের শরীরে ‘কাঁচি’ চালানোর পক্ষপাতী নন তিনি। কিন্তু মানুষের প্রশ্নের উত্তর দিতে এবং যাতে কোনও রকমের রাজনৈতিক বিতর্ক না তৈরি হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দ্বিতীয় বার ময়নাতদন্তের পরে গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, গায়কের কাছের মানুষেরা বলছেন, পানিতে নামতে ভয় পেতেন তিনি। তা সত্ত্বেও তাকে স্কুবা ডাইভিং করতে বলা হলো কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর