
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি আলোচিত আদালত অবমাননার মামলায় স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দিয়েছেন। মামলাটির অন্যতম আসামি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত গ্রহণ করেন। নিযুক্ত অ্যামিকাস কিউরি হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন মামলাটির শুনানির জন্য ১৩ জুন তারিখ নির্ধারণ করা হয়। মামলার অপর আসামি হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০)।
মামলার মূল অভিযোগের ভিত্তি একটি অডিও বার্তা, যেখানে শেখ হাসিনার কণ্ঠস্বর উল্লেখ করে বলা হয়, “২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি”—যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই বক্তব্যকে আদালত অবমাননার অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে উত্থাপন করেন।
গত ৩০ এপ্রিলের শুনানিতে ট্রাইব্যুনাল আসামিদের ২৫ মে তারিখে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়। কিন্তু তারা নির্ধারিত দিনে আদালতে হাজির হননি এবং কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও প্রদান করেননি। পরে ট্রাইব্যুনাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দুজনকে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দেন।