লেগ স্পিনে প্রতিপক্ষকে বশে রাখার জন্য খ্যাত রশিদ খান এবার গড়েছেন এক বিব্রতকর রেকর্ড। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাসের সবচেয়ে খারাপ বোলিং পরিসংখ্যান এখন তার দখলে।
গতকাল এজবাস্টনে ওভাল ইনভিনসিবলসের হয়ে বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ২০ বলে ৫৯ রান দেন রশিদ—উইকেটহীন। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড ভিসে (২০২২) ও ডেভিড পেইন (২০২৩)-এর, দুজনই দিয়েছিলেন ৫৩ রান করে।
টস হেরে আগে ব্যাট করে ওভাল ১০০ বলে ৮ উইকেটে তোলে ১৮০ রান। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ২৫ বলে ৬১ রান প্রয়োজন ছিল বার্মিংহামের। রশিদের এক ওভারে ৩ ছক্কা ও ২ চারে ২৬ রান নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন লিয়াম লিভিংস্টোন। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় বার্মিংহাম।
রশিদের খরচ করা ৫৯ রানের মধ্যে ৫২ রান এসেছে বাউন্ডারি থেকে—৪ চার ও ৬ ছক্কা। তাকে বিধ্বস্ত করা লিভিংস্টোনই হন ম্যাচসেরা। ২৭ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৯ রান করার পাশাপাশি বোলিংয়ে ৫ বলে ১ উইকেট দিয়ে খরচ করেন মাত্র ৯ রান।
ওভালের পরবর্তী ম্যাচ ১৬ আগস্ট ওয়েলশ ফায়ারের বিপক্ষে। এখন পর্যন্ত ৬ উইকেট নিয়ে রশিদ খান ও স্যাম কারান যৌথভাবে শীর্ষে আছেন এবারের ‘দ্য হান্ড্রেড’-এ উইকেটশিকারীদের তালিকায়। স্বীকৃত টি-টোয়েন্টিতে রশিদের মোট উইকেট সংখ্যা ৬৫৪।
দ্য হান্ড্রেডে সবচেয়ে ব্যয়বহুল বোলিং (রান-উইকেট-সাল):