• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইদ্রিসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অপহরণকারীদের দাবি মুক্তিপণ

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ১৭:২৪ অপরাহ্ণ
ইদ্রিসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অপহরণকারীদের দাবি মুক্তিপণ
সংবাদটি শেয়ার করুন....

 

যশোরের বেনাপোল এলাকায় মোটর মেকানিক ইদ্রিস আলী (১৫) নামের এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তার চোখ বাঁধা অবস্থায় ছবি পাঠিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কাজের উদ্দেশ্যে ঘিবা গ্রাম থেকে বের হন ইদ্রিস। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার (১ অক্টোবর) সারাদিন খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তার পরিবার বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে অপহরণকারীরা ইদ্রিসের বোনের মোবাইলে চোখ বাঁধা ও নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে অবহিত করেছে পরিবার।

ইদ্রিসের বাবা আজিজুর রহমান জানান, সংসারের অভাব-অনটন মেটাতে তার ছেলে সম্প্রতি বেনাপোল বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ শুরু করে। এক সপ্তাহ আগে স্থানীয় কিশোর গ্যাংয়ের ৮-১০ জন সদস্য তাকে বাজারের মেয়র মার্কেটে তিন দফায় মারধর করে এবং পুনরায় হামলার হুমকি দেয়। এরপর থেকেই ছেলে আতঙ্কে ছিল।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর সন্দেহভাজন রেজওয়ান, এজাজ ও হাবিব নামে তিন কিশোরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা মারধরের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও অপহরণের বিষয়ে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে। বর্তমানে অপহরণের ঘটনার পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, ইদ্রিসকে উদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে। তবে এখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।