প্রশ্ন
কিছুদিন আগে আমার জন্ডিস হয়েছিল। ডাক্তার প্রতিদিন একটি করে স্যালাইন দিতেন। একদিন আমি ওযু অবস্থায় ছিলাম। ডাক্তার স্যালাইন দিতে এলে, সুঁই রগে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে কয়েক ফোঁটা রক্ত স্যালাইনের নলে প্রবেশ করে। পরে ওষুধ ভেতরে প্রবাহিত হলে রক্তও আবার শরীরের ভেতরে ফিরে যায়। কয়েক ঘণ্টা পর যোহরের সময় প্রায় শেষ হয়ে আসায় আমি পূর্বের ওযু নিয়েই স্যালাইনসহ নামায আদায় করি।
আমার ঐ নামাযটি আদায় হয়েছে কি?
উত্তর
প্রশ্নোক্ত অবস্থায় পূর্বের ওযু দ্বারা নামায আদায় হয়নি। কারণ স্যালাইন লাগানোর সময় শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার কারণে ওযু ভেঙে যায়। পরবর্তীতে রক্ত আবার শরীরে প্রবেশ করলেও এতে ওযু ভঙ্গ হওয়ার হুকুম পরিবর্তিত হয় না। সুতরাং ঐ অবস্থায় পুনরায় ওযু ছাড়া পড়া নামাযটি সহীহ হয়নি।
অতএব, উক্ত নামায পুনরায় আদায় করতে হবে।
-(ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৪৭; ফাতাওয়া খানিয়া ১/৩৮; ফাতহুল কাদীর ১/৩৪; শরহুল মুনইয়া, পৃ. ১৩৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৪৮)
উৎস: আল-কাউসার, আগস্ট ২০২৪।