• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়ন কাজের অগ্রগতি বাড়ানোর জন্য টেকসই ও গুণগত মান রক্ষায় তৃণমূল পর্যায়ে ট্রেনিং এর মাধ্যমে মনিটরিং চলছে: মোহাম্মদ আব্দুল মতিন,নির্বাহী প্রকৌশলী, এলজিইডি,কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ২৩:৫৭ অপরাহ্ণ
উন্নয়ন কাজের অগ্রগতি বাড়ানোর জন্য টেকসই ও গুণগত মান রক্ষায় তৃণমূল পর্যায়ে ট্রেনিং এর মাধ্যমে মনিটরিং চলছে: মোহাম্মদ আব্দুল মতিন,নির্বাহী প্রকৌশলী, এলজিইডি,কুমিল্লা
সংবাদটি শেয়ার করুন....

কুমিল্লা জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী মোঃআব্দুল মতিন বলেন, জনগণের জন্য গ্রাম, বাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের যাতায়াত সুবিধা বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সৃষ্টি করার লক্ষে এলজিইডি বিভিন্ন উন্নয়ন কর্ম বাস্তবায়ন করে করে থাকে। কৃষি, পানি সম্পদ, পল্লী,নগর উন্নয়নে বিভিন্ন প্রকল্পগুলোর মাধ্যমে কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পরিবহন ব্যয় হ্রাস এবং কৃষি ও অকৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সুবিধা বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি  হয়েছে। যা দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখছে।
বর্তমানে এডিবির প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। ৫ তারিখের পরে কাজের গতি কিছুটা মন্থর ছিল। বর্তমানে আমরা বিভিন্ন ঠিকাদারদের সাথে যোগাযোগ করে এলাকার জনগণ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আলোচনার মাধ্যমে কাজগুলো চলমান রেখেছি।
কাজের অগ্রগতি বাড়ানোর জন্য টেকসই গুণগত মান রক্ষায় তৃণমূল পর্যায়ে বিভিন্ন ট্রেনিং দিয়ে মনিটরিং করা হয়।
কুমিল্লা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃআশরাফ জামিল জানান আমরা সরেজমিনে বিভিন্প্রন সাইট পরিদর্শন এবং প্রত্যেক সপ্তাহে whatsapp গ্রুপের মাধ্যমে প্রত্যেক উপজেলা প্রকৌশলী এবং কাজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করে দ্রুত গুণগত মান বজায় রেখে টেকসই উন্নয়ন কাজ কাজ বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা আশা করি ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন কাজের অগ্রগতি ৪৫% হবে।