• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এটা আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৪:৪৭ অপরাহ্ণ
এটা আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা তার শেষ নির্বাচন। এরপর আর নির্বাচনে অংশ নেওয়ার শক্তি থাকবে না। নিজের শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণ গণভোট বা সনদ বোঝে না, এসব বিষয় কেবল শিক্ষিত মানুষরা বোঝে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, দেশে যে সংকটগুলো দেখা যাচ্ছে, সেগুলো তৈরি করা এবং নাটকীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। জনগণ এসব বুঝে না, তারা শুধু ভোট দিতে চায়। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’—এটাই তাদের চাওয়া। এই সরকার জনগণের নয়, জনগণের কষ্ট তারা বোঝে না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য মূল্যে ধান বিক্রির ব্যবস্থা করা হবে এবং ফ্যামিলি কার্ড চালু করা হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।