• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কোরিয়ান সাহিত্য থেকে ধ্যানযোগের গ্রন্থ, কলকাতা পুস্তকমেলায় দেদার বিকোল ছকভাঙা বই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ণ
কোরিয়ান সাহিত্য থেকে ধ্যানযোগের গ্রন্থ, কলকাতা পুস্তকমেলায় দেদার বিকোল ছকভাঙা বই
সংবাদটি শেয়ার করুন....

ফুরোলো বইমেলার সুর। বারো দিন ধরে  সংস্কৃতিমনস্ক বাঙালির মহাকুম্ভ হয়ে উঠেছিল সেন্ট্রাল পার্ক চত্বর। বিক্রি হয়েছে প্রায় ২৫ কোটির বই। যার বেশিরভাগই গল্প-উপন্যাস। এ ছাড়া ধ্রুপদী গ্রন্থ, সাম্প্রতিক উপন্যাস এবং ছোটগল্পের সংকলন পাঠকদের মন জয় করেছে বলে প্রকাশকদের তরফে জানা গিয়েছে।

তবে এ বছর উল্লেখযোগ্যভাবে কোরিয়া ও জাপানের বই বিক্রি বেড়েছে। আর এর পেছনে রয়েছে কোরিয়ান পপ ব্যান্ড এবং জাপানি সংস্কৃতির প্রতি বাঙালির অমোঘ আকর্ষণ। নয়া প্রজন্মের বঙ্গ কিশোর-তরুণ প্রজন্ম যেভাবে দু’হাত দিয়ে এই দুই দেশের সংস্কৃতিকে আত্মস্থ করেছে, তারই প্রভাব পড়েছে বই কেনাবেচায়। এমনটাই মনে করেন বী বুকসের এষা চট্টোপাধ্যায়। তাঁর মতে, এবারের পুস্তকমেলায় বাংলা ও ইংরেজি দু’ভাষাতেই প্রেমের আখ্যান উল্লেখজনকভাবে বিক্রি হয়েছে। জেন-জেড কল্পবিজ্ঞানের প্রচুর বইও হাতে তুলে নিয়েছেন।

 

 

আরও পড়ুন
এপিডিআর স্টল না পাওয়ায় গণতান্ত্রিক লঙ্ঘন হয়েছে? বইমেলা শেষ হলেও মামলা শুনবে হাইকোর্ট
এপিডিআর স্টল না পাওয়ায় গণতান্ত্রিক লঙ্ঘন হয়েছে? বইমেলা শেষ হলেও মামলা শুনবে হাইকোর্ট
পলিটিক্যাল পডকাস্ট, উন্নয়ন সাংবাদিকতা, দেশভাগ থেকে চিকিৎসা, বইমেলায় প্রকাশিত বহু নতুন বই
পলিটিক্যাল পডকাস্ট, উন্নয়ন সাংবাদিকতা, দেশভাগ থেকে চিকিৎসা, বইমেলায় প্রকাশিত বহু নতুন বই

একই সুর শোনা গেল অক্সফোর্ড বুকসের স্বাগত সেনগুপ্তের গলাতেও। তিনি জানালেন, এখনকার বাঙালি পাঠক, বিশেষত নতুন প্রজন্ম, তারা জাপান ও কোরিয়ার লেখকদের জনপ্রিয়তায় আকৃষ্ট হচ্ছেন। তাই বই কিনছেন। আর এভাবেই আন্তর্জাতিক সাহিত্য বাংলার সাহিত্য সমাজে ছড়িয়ে পড়ছে।

গল্প-উপন্যাস-কবিতা তো রয়েইছে। পাশাপাশি বইমেলায় নজর কেড়েছে ‘সেল্ফ-হেল্প বুক’ কেনার হিড়িক। ম্যানেজমেন্ট নিয়ে, নিজের হাতে কীভাবে ব্যাবসা দাঁড় করানো যায় সেই বিষয়ে লেখা বই হটকেকের মতো বিকিয়েছে। পাশাপাশি ধ্যান, যোগ নিয়েও উৎসাহ দেখিয়েছে জেন-জেডের একটা বড় অংশ! পুরাণ গ্রন্থও বেস্টসেলারের তালিকায় ঠাঁই করে নিয়েছে।

একদিকে বিত্ত, সাফল্যের প্রতি মোহ৷ অন্যদিকে নির্বাণ, আত্মমুক্তির খোঁজ। এই দুইয়ের সম্মীলিত প্রতিরূপ হিসেবে মহাকুম্ভের আইআইটি-বাবা অভয় সিং ইতিমধ্যে চর্চায় উঠে এসেছে। নতুন প্রজন্মের বইয়ের খোঁজেও অভয়ের দর্শনের ছায়াই যেন ঘুরপাক খেয়ে গেল।