• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

খাদ্য অধিদপ্তরের ১৪ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ১৪:১৮ অপরাহ্ণ
খাদ্য অধিদপ্তরের ১৪ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
সংবাদটি শেয়ার করুন....

খাদ্য অধিদপ্তরের প্রথম ধাপের ১৪ ক্যাটাগরির কারিগরি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত শনিবার (৯ আগস্ট) ১৪ ক্যাটাগরির ৪০৯ শূন্যপদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

পরীক্ষায় মিলরাইট পদে ৬ জন, সহকারী ফোরম্যান পদে ৭ জন, স্টেভেডর সরদার পদে ২ জন, সহকারী মিলরাইট পদে ৩ জন, সহকারী অপারেটর পদে ৫ জন, মেকানিক্যাল ফোরম্যান পদে ৮ জন, ল্যাবরেটরি সহকারী পদে ১০ জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৩৬ জন, মিল অপারেটিভ পদে ২০ জন, ইলেকট্রিক্যাল ফোরম্যান পদে ১৭ জন, অপারেটর পদে ৯২ জন, সাইলো অপারেটিভ পদে ৩৫ জন, ইলেকট্রিশিয়ান পদে ৫৩ জন প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

তবে ভেহিক্যাল মেকানিক পদে কোনো প্রার্থী উত্তীর্ণ হননি।

এসব পদের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।