• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গুম হওয়া ছাত্রনেতার পরিবারের খোঁজ নিলেন এম কফিল উদ্দিন আহমেদ

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫, ১৯:২৫ অপরাহ্ণ
গুম হওয়া ছাত্রনেতার পরিবারের খোঁজ নিলেন এম কফিল উদ্দিন আহমেদ
সংবাদটি শেয়ার করুন....

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ গুম হওয়া বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রতিবেদনে জানা যায়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার সময় নিজাম উদ্দিন মুন্নাকে বর্তমান সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী গুম করেছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিখোঁজ থাকায় পরিবার চরম অসহায় ও মানবেতর জীবনযাপন করছে।

এ সময় এম কফিল উদ্দিন আহমেদ পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “গণতন্ত্রকামী মানুষদের দমন করতে সরকারের গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতন থামেনি। আমরা হারিয়ে যাওয়া নেতাকর্মীদের ফিরিয়ে আনতে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাব।”

স্থানীয় নেতাকর্মীরাও এই সাক্ষাতে উপস্থিত ছিলেন এবং পরিবারটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।