• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ, দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান

ঢাকা
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১৭:০১ অপরাহ্ণ
গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ, দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গোপালগঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, এনসিপির নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে পূর্ব আলোচনার ভিত্তিতে রাজনৈতিক অধিকার প্রয়োগের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা চেয়েছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কার্যকর উপস্থিতি দেখা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে।”

তিনি স্থানীয় বাসিন্দাদের অশান্তি থেকে বিরত থাকার আহ্বান জানান। সেই সঙ্গে শান্তিকামী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান। তিনি আল্লাহর কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সাহায্য কামনা করেন।