
সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, জীবনে তিনি আর কোনো রাজনৈতিক দল গঠন বা সংশ্লিষ্টতা করবেন না। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে কর্মী, সমর্থক ও অনুসারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না। তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাটা জীবন থাকব।’
তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর মানুষের সরকারের প্রতি অনেক স্বপ্ন ও প্রত্যাশা ছিল, কিন্তু তার সামান্য অংশও বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, জিয়াও পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়াও না। আরেকজনের নাম আমি বলতেও চাই না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতীর সাবেক উপজেলা চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের নেতা-কর্মী ও সমর্থকেরা।