• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকযোগে চিঠি দিয়ে ২ জামায়াত নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
ডাকযোগে চিঠি দিয়ে ২ জামায়াত নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি এবং চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নেতারা এ ঘটনায় পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন।

শনিবার (১৬ আগস্ট) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রি চিঠি পান। সেই চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। খামের প্রেরক হিসেবে লেখা ছিল ‘মো. কবির মিয়া’ নাম, ঠিকানায় উল্লেখ করা হয় নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রামের নাম।

এর আগে, গত বুধবার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামও ডাকযোগে হুমকিমূলক চিঠি পান। ওই চিঠিতে তাকেও রাজনীতি ছাড়তে বলা হয়। খামের প্রেরক হিসেবে উল্লেখ করা হয় নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার মো. জাহিদ সিকদারের নাম।

এ বিষয়ে জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম জানান, আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে হুমকি ও চাঁদার দাবির মুখে পড়েছেন। আমরা চিঠিতে থাকা নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ থানায় অভিযোগ দায়ের করেছি।

নেছারাবাদ থানা পুলিশের ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। চিঠিতে দেওয়া মোবাইল নম্বর ট্র্যাক করে দেখা গেছে, এগুলো চট্টগ্রামের। তদন্ত প্রক্রিয়া চলছে।