• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ১৮ আসনের লক্ষাধিক ভোটার ১৬ আসনে সংযুক্তিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ২০:৩০ অপরাহ্ণ
ঢাকা ১৮ আসনের লক্ষাধিক ভোটার ১৬ আসনে সংযুক্তিতে প্রতিবাদ সমাবেশ
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর তুরাগ থানাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১, ৫২, ৫৩ ও ৫৪নং ওয়ার্ডকে ঢাকা-১৮ আসন থেকে বাদ দিয়ে ঢাকা-১৬ আসনে যুক্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তুরাগবাসী। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা ঘোষণা দেন—তুরাগ উত্তরার অবিচ্ছেদ্য অংশ, তাই যেকোনো মূল্যে তারা ঢাকা-১৮ আসনেই থাকতে চান।

শনিবার বিকেলে উত্তরা ১২ নং সেক্টর খালপাড় মোড়ে তুরাগ থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন উর রশিদ খোকা। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির চান মিয়া বেপারী, আলী আহমেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির সুলাইমান হাসান, আওলাদ হোসেন, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তফা জামান বলেন, তুরাগ থানার ৩টি ওয়ার্ড এবং ৫১ নং ওয়ার্ডের প্রায় দেড় লক্ষাধিক ভোটার দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের অংশ। জমিজমা, নাগরিক সেবা, যাতায়াত ব্যবস্থা সবকিছুই ঢাকা-১৮ আসনকে ঘিরে গড়ে উঠেছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক কারণে এই অঞ্চলকে মিরপুর-পল্লবীভিত্তিক ঢাকা-১৬ আসনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও তুরাগ উত্তরার সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু তুরাগকে আলাদা করে ঢাকা-১৬ আসনে ঠেলে দিলে এখানকার রাজনৈতিক অধিকার খর্ব হবে এবং উন্নয়ন বঞ্চনা বাড়বে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঢাকা-১৬ মূলত মিরপুর-পল্লবীকে কেন্দ্র করে পরিচালিত হয়। সেখানে তুরাগ প্রান্তিক অবস্থানে থাকবে। উন্নয়ন বাজেট ও অবকাঠামো বরাদ্দে তুরাগ অবহেলিত হবে। একই সঙ্গে স্থানীয় নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে।

তিনি দাবি করেন, ঢাকা-১৮ আসনেই থাকলে তুরাগের উন্নয়ন ও রাজনৈতিক অধিকার সংরক্ষিত থাকবে। উত্তরা ও তুরাগের মধ্যে ঐতিহাসিক ঐক্য রয়েছে। তাই এখানকার জনগণের সমস্যা জাতীয়ভাবে প্রতিফলিত হতে হলে এই আসনেই থাকা জরুরি।

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, আমরা উত্তরা আবাসিক এলাকার বাসিন্দা হয়ে কেন মিরপুরের সঙ্গে যুক্ত হবো? ৫১ নং ওয়ার্ডের জনগণ ঢাকা-১৮ আসনের সাথেই থাকতে চায়।